প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
৬ অক্টোবর মুক্তি পাচ্ছে মুথাইয়া মুরলীধরনের আত্মজীবনী ‘এইট হানড্রেড’ (৮০০)। তার প্রচারেই কলকাতায় কিংবদন্তি স্পিনার। মধ্য কলকাতার এক হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুরলীর উপর নির্মিত ছবির প্রচারে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। আলাপ আলোচনায় নিজেদের ক্রিকেটবেলায় ফিরলেন দুই ক্রিকেটার। মুথাইয়া মুরলীধরনকে স্পিনের ‘যাদুকর’ বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “মুরলীই শ্রীলঙ্কাকে বিশ্ব মানচিত্রে নিয়ে এসেছেন। আমাদের কাছে শ্রীলঙ্কা এবং মুরলী একে অপরের সমার্থক।” অন্যদিকে শ্রীলঙ্কার এই প্রাক্তন স্পিনার বেহালার বাঁ হাতির প্রশংসায় পঞ্চমুখ। মহেন্দ্র সিংহ ধোনি নন, মুথাইয়া মুরলীধরনের কাছে সেরা অধিনায়ক সৌরভই। তাঁর সংযোজন, “দল গড়ে ধোনির হাতে তুলে দিয়েছেন দাদা। ধোনি পেয়েছিলেন সব প্রতিষ্ঠিত ক্রিকেটার। তাঁর কাজ ছিল শুধু সঠিক সময়ে সঠিক ক্রিকেটারদের দিয়ে সঠিক কাজ করিয়ে নেওয়া।” ছবির প্রচারে এসে মুরলী জানিয়ে গেলেন, শীঘ্রই আসছে ‘দাদার বায়োপিক’। বেঙ্গালুরুতে যখন একসঙ্গে ছিলেন, তখন সৌরভের আত্মজীবনী নিয়ে ছবি হওয়ার কথা শুনেছেন তিনি। মুরলী আশাবাদী, আগামী বছরই রূপোলি পর্দায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক।