মুর্শিদাবাদের মসলিন এবার লন্ডনের প্রদর্শনীতে। বহরমপুর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ইসলামপুর গ্রামের বাসিন্দা অজয় সাহা আগামী ৫ জুন নিজের হাতে বোনা মসলিন প্রদর্শনীতে পাঠাচ্ছেন।
রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণ করার ৭০ বছর পূর্তি হবে। সেই উপলক্ষে উদযাপন করতেই প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের মসলিন কাপড়ের অর্ডার এসেছে অজয়ের কাছে। গত ছয় মাস থেকেই অজয় এবং অন্য সহকর্মীরা হাতে বুনে এই কাপড় বানাচ্ছেন। হাতে বোনা ওই কাপড় দিয়েই ২০০ টি মসলিন পতাকা তৈরি করা হবে।
জলবায়ু পরিবর্তনের জন্যে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে, তা মসলিন কাপড়ের পতাকার উপর ফুটিয়ে তুলবেন লন্ডনের একটি সংস্থার মহিলারা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই পতাকা হাতে নিয়েই মিছিল করবেন। অনেকটা নদীর ঢেউয়ের মতো দেখতে লাগবে বলে এর নাম ‘রিভার অব হোপ’ রাখা হয়েছে।