চলতি সপ্তাহেই বর্ষার প্রবেশ দক্ষিণবঙ্গে। কলকাতায় মঙ্গলবার থেকে প্রাক-বর্ষার বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। বুধ ও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে বাড়বে ঝড়ের দাপট। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় চলবে ভারী বৃষ্টি চলবে। নদীর জলস্তর বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল আলিপুর আবহাওয়া দফতর।