26/11 Mumbai Terror Attack

বছরের শুরুতে রানার প্রত্যর্পণে সায় ট্রাম্পের, অবশেষে ভারতে ফেরানো হচ্ছে ২৬/১১ হানার মূলচক্রীকে

প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আমেরিকার সুপ্রিম কোর্টে আবেদন করেন রানা। সেই আবেদনও খারিজ হয়ে যায়। মুম্বই হামলার শিকার যাঁরা, রানার প্রত্যর্পণে হয়ত তাঁদের ক্ষত খানিক শুকোবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৯:১১
Share:
Advertisement

মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানাকে বিশেষ বিমানে আনা হচ্ছে দিল্লিতে। ভারতীয় গোয়েন্দা বিভাগের একটি দলকে রানাকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে। ফেরার পর নয়া দিল্লির এনআইএ আদালতে পেশ করা হবে রানাকে। হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পর ম্যারাথন জেরা। এনআইএ-র পর মুম্বইয়ের গোয়েন্দা বিভাগ তাহাউর হুসেন রানাকে হেফাজতে নেবে। কেন, কী ভাবে ভারতে নাশকতার ছক কষা হয়? নেপথ্যে আরও কোন কোন গভীর ষড়যন্ত্রকারী? রানাকে জেরা করে আন্তর্জাতিক জঙ্গি নাশকতার বহু প্রশ্নের জট খুলতে চাইবে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement