মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানাকে বিশেষ বিমানে আনা হচ্ছে দিল্লিতে। ভারতীয় গোয়েন্দা বিভাগের একটি দলকে রানাকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে। ফেরার পর নয়া দিল্লির এনআইএ আদালতে পেশ করা হবে রানাকে। হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পর ম্যারাথন জেরা। এনআইএ-র পর মুম্বইয়ের গোয়েন্দা বিভাগ তাহাউর হুসেন রানাকে হেফাজতে নেবে। কেন, কী ভাবে ভারতে নাশকতার ছক কষা হয়? নেপথ্যে আরও কোন কোন গভীর ষড়যন্ত্রকারী? রানাকে জেরা করে আন্তর্জাতিক জঙ্গি নাশকতার বহু প্রশ্নের জট খুলতে চাইবে ভারত।