শ্রীলঙ্কাকে হারিয়ে আট বারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। প্রেমদাসায় ভারতের এই বিরল কীর্তি স্থাপনের নেপথ্য নায়ক মহম্মদ সিরাজ। একমাত্র ভারতীয় বোলার হিসাবে এক ওভারে চার উইকেট শিকারের বিরল কীর্তি গড়েছেন তিনি। সঙ্গে সাত ওভার বল করে সিরাজের ঝুলিতে এসেছে ছয় উইকেট। গতির সঙ্গে নিয়ন্ত্রিত সুইং, কলম্বোয় সিরাজের বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা। অনবদ্য বোলিং পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তিনি। তবে খেলা এখানেই শেষ নয়। একা হাতে ম্যাচ জেতানোর পর মনও জিতলেন বিরাট হৃদয়ের সিরাজ। প্লেয়ার অব দ্য ম্যাচ হিসাবে যে ৪ লক্ষ ১৫ হাজার টাকার পুরস্কার তাঁকে দেওয়া হয়েছিল, তার পুরোটাই বিলিয়ে দিলেন তিনি। “গ্রাউন্ডসম্যানরা না থাকলে প্রতিযোগিতাটাই হয়ত হত না, তাই এই পুরস্কার ওঁদেরই প্রাপ্য”, নিজের প্রাপ্য মাঠকর্মীদের দিয়ে বললেন মহম্মদ সিরাজ।