Rural Water Supply

তোলা আদায় ঠিকাদারের! জলের লাইন বসাতে বেনিয়মের টাকা ফেরালেন তৃণমূল বিধায়ক

ঠিকাদার ইচ্ছে মতো টাকা নেন জলের লাইন দেওয়ার জন্য। অভিযোগ পেয়ে সেই ঠিকাদারকে নিয়ে গিয়ে সকলের টাকা ফেরত দিলেন বিধায়ক।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩২
Share:
Advertisement

অম্রুত প্রকল্পের কাজ চলছে চুঁচুড়ায়। বিনা পয়সায় নাগরিকদের বাড়িতে জল পৌঁছে দেওয়ার কথা। কিন্তু ঠিকাদার ইচ্ছা মতো টাকা নেন জলের লাইন দেওয়ার জন্য। অভিযোগ পেয়ে সেই ঠিকাদারকে নিয়ে গিয়ে সকলের টাকা ফেরত দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

চুঁচুড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের জগুদাসপাড়া এলাকায় অম্রুত প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপ লাইন বসাচ্ছে পুরসভা। অভিযোগ, ওই ঠিকাদার নাগরিকদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা নিচ্ছিলেন। বিধায়ক অসিত বিষয়টি জানতে পেরে শুক্রবার স্থানীয় কাউন্সিলর মৌসুমি বসু, জল দফতরের সিআইসি দিব্যেন্দু অধিকারী এবং ঠিকাদার স্বর্ণাভ ঘোষকে নিয়ে জগুদাসপাড়ায় যান। নাগরিকদের অভিযোগ শোনেন। যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল সবই নদগে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। পরে বিধায়ক বলেন, ‘‘জলের লাইন বসানোর কাজ দেখার জন্য এক জন নোডাল অফিসার রয়েছেন। কাউন্সিলর রয়েছেন। সিআইসি রয়েছেন। কেউ জানেন না টাকা নেওয়ার বিষয়টি। চেয়ারম্যান বা পুরসভাতেও কেউ জানাননি।’’ বেনিয়মে টাকা নেওয়ার জন্য ওই ঠিকাদারকে রীতি মতো ধমকও দেন অসিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement