পুজো আসতে আরও এক মাস বাকি। কিন্তু এর মধ্যেই ভিড়ে উপচে পড়ছে ধর্মতলা, গড়িয়াহাট বা হাতিবাগানের পুজোর বাজার। স্বভাবতই চাপ বেড়েছে গণপরিবহণের উপর। এই পরিস্থিতিতে নাগরিক স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে ২৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শনি ও রবিবারে স্বাভাবিকের থেকে বেশি ট্রেন চালাবে মেট্রো রেল। তবে প্রাক্-পুজো এই বিশেষ পরিষেবা শুধু মাত্র দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনের জন্যই। মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা, পুজোর আগে এই ক’সপ্তাহে শনিবার করে ২৩৪টির বদলে ২৮৮টি ট্রেন চলবে। ১৩০টির বদলে ১৬৪টি ট্রেন চলবে ওই রবিবারগুলিতে। মেট্রো পরিষেবা বাড়লেও প্রথম ও শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিতই থাকছে।