ফ্রান্সের ভোটে কাকে ভোট দিতে হবে, সে কথা বলেননি কিলিয়ান এমবাপে, মার্কাস থুরামরা। কিন্তু কাকে ভোট দেওয়া অনুচিত হবে, সে কথা খুব স্পষ্ট করে তাঁরা জানিয়ে দিয়েছিলেন। দেশের তরুণ প্রজন্মকে সতর্ক করেছিলেন, অতি-দক্ষিণপন্থার বিপদ সম্পর্কে। সরকারের রোষে পড়া, বিজ্ঞাপন হারানোর ভয়, কেরিয়ার শেষ হয়ে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও এমবাপেরা এ নিয়ে স্পষ্ট কথা বলতে পারেন। মেরুদণ্ড থাকলেও কেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যদের কোনও দিন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় না?