Agomonir Adda 2024

‘আগমনীর আড্ডা’ পঞ্চম পর্ব: পুজোর প্রেম পর্যায়

প্রেমের পুজো। এ ভাবে বললে কি ভুল বলা হবে? ভালবাসার আড্ডায় মমতাশঙ্কর, বিবৃতি, অঙ্গনা, রোহন আর সৌরভ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১৭:৫৯
Share:
Advertisement

‘এষ সচন্দন…’। প্রতিমার দিকে ফুল ছোড়ার ফাঁকে আড়চোখে দেখে নেওয়া। গোটা পুজোই কেটে গেল নজরচুরিতে। বিসর্জনের ধুনুচি নাচের সময়ই শেষ সুযোগ আলাপ সেরে নেওয়ার। এ রকম কত প্রেম তৈরি হয়ে পুজোর পাঁচ দিনে। সব প্রেম কি আর পরিণতি পায়? কিন্তু তাতে পুজোর প্রেমের মাহাত্ম্য কমে না। যাঁদের আমরা টিভি-সিনেমার পর্দায় প্রেম করতে দেখি, তাঁদের পুজোয় প্রেম হয়েছে? অঙ্গনার পুজোর প্রেমের সঙ্গে জুড়ে আছে দক্ষিণাপনের ফুচকা। বিবৃতির প্রবাসী ছোটবেলায় প্রেম হয়েছে? দিদিদের থেকে প্রস্তাব পেতেন রোহন। আর এক ঝাঁক তরুণ-তরুণীর প্রেমের গল্প শুনতে শুনতে মমতাশঙ্কর বলেই ফেললেন, “আমি বেমানান এখানে।” “এক বার যদি হারিয়ে যেতে বলতে, তাকাতাম না ধ্রুবতারার দিকে,” সৌরভের প্রেমের পংক্তিতে মাতোয়ারা আগমনীর ভালবাসার আড্ডা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement