মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ। ১৫ অক্টোবর, ২০২৩ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে ‘ঘুষ’ নিয়ে প্রশ্ন করার অভিযোগ তোলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই অভিযোগের ভিত্তিতেই লোকসভার ‘এথিক্স কমিটি’ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে দোষী সাব্যস্ত হন মহুয়া। শুক্রবার ‘এথিক্স কমিটি’র তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই নদিয়ার তৃণমূল সাংসদের সাংসদ পদ খারিজ করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। অধ্যক্ষ বলেন, সংসদের এই আচরণ ‘অসংসদীয়’। ধ্বনিভোটে সুনিশ্চিত হল মহুয়ার ‘প্রস্থান’। সংসদের নিম্নকক্ষ থেকে বেরিয়ে আসার সময় প্রতিক্রিয়া চাওয়া হলেও কোনও উত্তর দেননি সদ্য ‘প্রাক্তন’ সাংসদ মহুয়া মৈত্র। আপনি কি ভোটে লড়বেন, এই প্রশ্নের উত্তরে মহুয়া শুধুই বলেন, ‘অবশ্যই লড়ব।’ মহুয়ার আগে এমন ঘটনা ঘটেছিল রাহুল গান্ধীর সঙ্গেও। মোদী পদবী নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে খারিজ হয়ে গিয়েছিল কেরলের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। পরে অবশ্য তিনি লোকসভার সদস্য পদ ফিরে পান। যদিও দলীয় সাংসদের পদ হারানোর ঘটনায় সাংসদের পাশেই তৃণমূল। মহুয়াকে পূর্ণ সমর্থন, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।