চোখে মুখে কৈশোরের সারল্য স্পষ্ট। বয়স ১৪ বছর ২৩ দিন। সুপার জায়েন্টসদের বিরুদ্ধে মাঠে ওপেন করতে নামল বিহারের কিশোর। বৈভব সূর্যবংশী। প্রখম বলে এক্সট্রা কভারের ওপর দিয়ে ছয়। ২০ বলে ৩৪ রান। যার মধ্যে ২টি চার ও ৩টি ছক্কা। আউট হয়ে যাওয়ার পর শিশুসুলভ চোখের জলের ক্রিকেটীয় আবেগ মিশে গেল বানিজ্যিক আইপিএলে।