মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। দুই রাজ্যেই ছিল পালাবদলের ভোট। কিন্তু ফলগণনার প্রাথমিক প্রবণতা বলছে অন্য কথা। প্রতিবেশী ঝাড়খণ্ড তো বটেই, মহারাষ্ট্রেও ক্ষমতা ধরে রাখার পথে ক্ষমতাসীনেরা। মহারাষ্ট্রে এই প্রবণতা তাৎপর্যপূর্ণ। কারণ, সেখানে শুধু প্রতিষ্ঠানবিরোধিতাই নয়, বিজেপির মহাজুটির লড়াই ছিল লোকসভার জঘন্য ফলের বিরুদ্ধেও। দেখা গেল, প্রতিষ্ঠানবিরোধিতাকে তুড়ি মেরে উড়িয়ে দুরন্ত প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত করে ফেলল মহাজুটি।