তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি। বুধবার ভারী বৃষ্টির আগাম পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। উপকূলে দুর্যোগের কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।
শনিবার পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলে সম্ভাবনা।
শনিবার মেদিনীপুরে লোকসভা ভোট। তাই এর মাঝে প্রকৃতির মতিগতি কী হবে তা নিয়ে চর্চা নানা মহলেই। তবে আপাতত এই ঝড়বৃষ্টির প্রভাবে সাময়িক স্বস্তি পাবেন বঙ্গবাসী।