Rathyatra 2023

জগন্নাথ অনুমতি দিলে আগামী বছর দিঘায় পালিত হবে রথযাত্রা: মমতা

রথযাত্রার দিন রেল দুর্ঘটনায় নিহতদের আত্মার মুক্তি কামনা করছি: মমতা বন্দ্যোপাধ্যায়

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৭:১৫
Share:
Advertisement

কলকাতায় ইস্কনের রথযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথের উদ্দেশে অর্ঘ্য নিবেদনের পর তিনি চাইলেন, বিশ্বের শান্তি, দেশের শান্তি, রাজ্যের শান্তি। একই সঙ্গে বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় নিহতদের আত্মার মুক্তিও কামনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “দেবতা শুধু কাঠের পুতুল নয়, শুধু মাটির পুতুল নয়। দেবতার চরণেই আমরা আমাদের দুঃখ, ব্যথা এবং মনের সব বাসনা অর্পণ করি।” ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মাহেশের উন্নয়ন আমরা করে দিয়েছি। মায়াপুরে ইস্কনকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের শহর তৈরি হচ্ছে। জগন্নাথ চাইলে আমরা আগামী বছর দিঘায় রথযাত্রা পালন করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement