প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুব্রত
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। সব রাজনৈতিক দলের প্রার্থিতালিকা সম্পূর্ণ না হলেও দু- একটি আসন বাদ দিলে বাকিটা প্রকাশিত। জোরকদমে চলছে ভোটপ্রচার। আর ভোটপ্রচার করার সময় প্রার্থীরা বিরোধীদের কটাক্ষ করছেন। কেউ কেউ আবার ব্যক্তিগত আক্রমণও শানাচ্ছেন। তার জেরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে জোড়া শো-কজ়ও করেছে নির্বাচন কমিশন। হয়েছে জোড়া এফআইআরও। কিন্তু তার পরেও প্রার্থীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ অব্যাহত। বিরোধী পক্ষকে বিঁধতে এই ধরনার আক্রমণ কি এখন ভোটপ্রচারের নব্যধারা?