Lok Sabha Election 2024

বাবার আসনে প্রার্থী ছেলে! নাম নেই দীপার! টিকিট আশির প্রদীপকে, দেখে নিন কংগ্রেসের তালিকা

প্রার্থী হচ্ছেন না মালদহ দক্ষিণের বিদায়ী সাংসদ আবু হোসেন খান চৌধুরী।

সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৪ ১৮:২৮
Share:
Advertisement

পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। ১৪ মার্চ ১৬ জন প্রার্থীর নাম প্রকাশ করে নিজেদের লড়াইয়ের আসন ‘সংরক্ষিত’ করেছে বামফ্রন্ট। সপ্তাহখানেকের মধ্যেই নিজেদের প্রার্থী তালিকা দিয়ে পশ্চিমবঙ্গের জোট-চিত্রের ছবি পরিষ্কার করে দিল কংগ্রেসও। শুক্রবার রাতে যে তালিকা সর্বভারতীয় কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়েছে, সেখানে নাম রয়েছে অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাতো, ইশা খান চৌধুরীদের। তালিকা থেকে বাদ পড়লেন মালদহ দক্ষিণের বিদায়ী সাংসদ আবু হোসেন খান চৌধুরী। সেই আসনেই এ বার লড়তে চলেছেন আবু হোসেন খান চৌধুরীর ছেলে ইশা। রায়গঞ্জ থেকে কংগ্রেস টিকিট দিল আলি ইমরান রামজ় ওরফে ভিক্টরকে। এই আসন থেকে জয়ী হয়েই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন দীপা দাশমুন্সি। বাংলার জন্য যে প্রার্থী তালিকা কংগ্রেস এখনও পর্যন্ত প্রকাশ করেছে, সেখানে আপাতত নাম নেই প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দীপার। উত্তর কলকাতায় এ বার কংগ্রেসের প্রার্থী রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। জঙ্গিপুর থেকে প্রার্থী মোর্তাজা হোসেন ওরফে বকুল। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম আসনেও প্রার্থী দিয়েছে কংগ্রেস। সেখানে হাত চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিল্টন রশিদ। বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।

কংগ্রেসের প্রার্থী তালিকা:

Advertisement

১. রায়গঞ্জ: আলি ইমরান রামজ় (ভিক্টর)

২. মালদহ উত্তর: মোস্তাক আলম

Advertising
Advertising

৩. মালদহ দক্ষিণ: ইশা খান চৌধুরী

৪. জঙ্গিপুর: মোর্তাজা হোসেন (বকুল)

৫. বহরমপুর: অধীর রঞ্জন চৌধুরী

৬. কলকাতা উত্তর: প্রদীপ ভট্টাচার্য

৭. পুরুলিয়া: নেপাল মাহাতো

৮. বীরভূম: মিল্টন রশিদ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement