সম্পাদনা: সুব্রত
কথায় আছে ‘সোনে কি লঙ্কা’। লঙ্কা যদি সোনার হয় তাহলে তার রাজারও অনেক সোনা থাকার কথা! ভরা চৈত্রের দুপুরে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে হঠাৎ দেখা মিলল রাবণ থুড়ি লঙ্কা রাজার। রাবণ নয়, গলার হার আর হাতের গয়নার বহর দেখে প্রয়াত সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ির কথাও মনে আসতে পারে। তবে ইনি রাবণ বা বাপ্পি লাহিড়ি কেউই নন। হুগলির সুগন্ধার কামদেবপুর গ্রামে বাড়ি। আসল নাম সুনীল দাস, লোকে চেনে ‘লঙ্কারাজা’ নামে। নিছক সখে তাল তাল সোনা পরে ঘোরেন। তাতেই সার্থক তাঁর নাম। পেশায় ব্যবসায়ী। চাষবাসও করেন বটে। এত সোনা পরে ভয় করে না ? উত্তরে কী বললেন লঙ্কারাজা?