শিল্পী সোমনাথ তামলি পশ্চিম মেদিনীপুরের গ্রাম থেকে সেখানকার শিল্পীদের দিয়ে তৈরি করিয়েছেন অজস্র মাদুর। পুজোর সময় সেই মাদুরশিল্পীরা মণ্ডপে এসে মাদুর কী ভাবে তৈরি হয়, সেখানে কী ভাবে নানা অলংকরণ করা হয় সে গুলিও হাতেকলমে দেখাবেন দর্শনার্থীদের। এ ছাড়া জাতীয় পুরস্কার প্রাপ্ত পুষ্পরানি জানাকেও সম্মান জানানো হবে পুজোমণ্ডপেই। পুষ্পরানির জীবনযুদ্ধের কাহিনি বর্ণনা করা হবে প্রোজেক্টরের মাধ্যমে।