Israel Palestine Conflict

‘মোদী যুদ্ধবাজের পক্ষে’, প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে মিছিলে বামেরা

প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে ও যুদ্ধ বন্ধের দাবিতে ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারা দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বামেরা।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ১৭:৪৯
Share:
Advertisement

প্যালেস্তাইনে ইজ়রায়েলি আগ্রাসন ও আমেরিকার সাম্রাজ্যবাদের অভিযোগ তুলে মিছিলে বামেরা। বুধবার দুপুরে কলকাতার মহাজাতি সদন থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করলেন এ রাজ্যের বাম সংগঠনগুলি। মিছিলে সিপিএম-সিপিআই-সহ বামফ্রন্টের শরিক দলগুলির পাশাপাশি অংশ নেয় এসইউসিআই ও সিপিআইএমএল (লিবারেশন)-এর মতো ফ্রন্টের বাইরে থাকা বাম সংগঠনও। সাম্প্রতিক ইজ়রায়েল-প্যালেস্তাইন যুদ্ধের প্রেক্ষিতে মোদী সরকারের পররাষ্ট্রনীতিরও কড়া সমালোচনা করেন মিছিলে যোগ দেওয়া বাম নেতৃত্ব। “মোদী যুদ্ধবাজের পক্ষে দাঁড়াচ্ছেন,” দাবি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement