Left on BJP-TMC

অভিষেককে জেলে না ভরলে ইডি-সিবিআই দফতর ঘেরাও করবে বামফ্রন্ট: সেলিম

বৃষ্টি উপেক্ষা করে বামেদের সমাবেশ। ’৫৯-এর খাদ্য আন্দোলনের ‘শহীদ দিবস’ উপলক্ষে সভা থেকে তৃণমূল-বিজেপিকে আক্রমণ বিমান-সেলিমের।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ২০:০৯
Share:
Advertisement

১৯৬৯ সালের খাদ্য আন্দোলনের ‘শহীদ দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার ধর্মতলায় সমাবেশ করল বামেরা। সমাবেশে হাজির ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম পলিটবুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ অন্যান্য বামনেতা-নেত্রী।

এ দিন সভা চলাকালীন তুমুল বৃষ্টি শুরু হয়। তার মধ্যেই ভাষণ দেন যুবনেত্রী মীনাক্ষী। সভামঞ্চ থেকে এক যোগে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করেন বাম নেতা-নেত্রীরা। বিমান বসুর অভিযোগ, এ রাজ্যে বিজেপির উত্থানের পিছনে রয়েছে তৃণমূলই। মহম্মদ সেলিমের হুঁশিয়ারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের ইডি-সিবিআই গ্রেফতার না করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর ঘেরাও করবে বাম কর্মী-সমর্থকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement