বিধায়ক কেন পঞ্চায়েতে ভোটের গণনাকেন্দ্রে? বিরোধীদের নিশানায় সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। লাভলির বিরুদ্ধে অভিযোগ, তিনি ও তাঁর অনুগামীরা গণনাকেন্দ্রে ঢুকে বিরোধী প্রার্থী ও এজেন্টদের মারধর করে বার করে দেন। সব অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। লাভলির দাবি, তিনি স্থানীয় লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার, ওই গণনাকেন্দ্রে উপস্থিত ছিলেন নির্বাচনী এজেন্ট হিসাবে। রাতেই সোনারপুরের সব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের তিনটি আসনে জয়ী হয় তৃণমূল।