Leena Ganguly

প্রেমের প্রথম দেখায় মেয়ে শাড়ি পরলেই বাড়বে শারদীয় রোমান্স: লীনা

শাড়ি তাঁর কাছে কোনও ফ্যাশন নয়। আস্ত একটা ভারতবর্ষ যেন। ‘ভারতবর্ষের ঐতিহ্য আর আধুনিকতা মিশে আছে শাড়ির শরীরে। শাড়ির ছড়ানো রং, সুতোর বুনোট, কারুকাজ আমাকে ভারতবর্ষকে চিনতে শেখায়।

প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ:সুব্রত ও শুভদীপ, সম্পাদনা: সুব্রত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫১
Share:
Advertisement

শাড়ি তাঁর কাছে কোনও ফ্যাশন নয়। আস্ত একটা ভারতবর্ষ যেন। ‘ভারতবর্ষের ঐতিহ্য আর আধুনিকতা মিশে আছে শাড়ির শরীরে। শাড়ির ছড়ানো রং, সুতোর বুনোট, কারুকাজ আমাকে ভারতবর্ষকে চিনতে শেখায়। যে কোনও লুকেই এই বারো হাতের উপস্থিতি সকলের নজর কেড়ে নেয়।’ বললেন মহিলা কমিশনের অধ্যক্ষ লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর লেখা ছবি, ধারাবাহিকেও অজস্র নারী চরিত্রকে শাড়ি পরিয়েছেন তিনি। তাঁর পছন্দের ‘বাহা শাড়ি’ এক সময় বাঙালি মেয়েদের ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছিল। সেই লীনা গঙ্গোপাধ্যায়ের শাড়ির অন্দরমহলে প্রথম ঢুকে পড়ল আনন্দবাজার অনলাইন। পুজোর প্রেমে প্রথম দেখায় কোনও মেয়েকে লীনা শাড়িই পরাতে চান। শেষ পুজো বাজারেও শাড়ির গ্ল্যামারে অন্য সব পোশাক ক্লিন-বোল্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement