প্রতিবেদন: প্রচেতা ও সৌরভ, সম্পাদনা: সুব্রত
শ্মশান-দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করল কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার ১০ বছরের চেয়ারম্যান সৌমেন্দুর বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, শ্মশানের জমিতে দোকান তৈরি করেছেন রাজ্যের বিরোধী দলনেতার ভাই। তাছাড়াও সৌমেন্দুর বিরুদ্ধে ত্রিপল-দুর্নীতির অভিযোগও এনেছে রাজ্যের শাসক দল। সেই অভিযোগের ভিত্তিতেই সৌমেন্দুকে ডেকে পাঠানো হয়।
এই ইস্যুকে কেন্দ্র করে ১১ অগস্ট কলকাতা হাই কোর্টের কাছে আবেদন করে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই। এরপরও একাধিকবার একাধিক থানা থেকে তাঁকে তলব করা হলে গ্রেফতারি এড়াতে আবারও আদালতের দ্বারস্থ হন তিনি। ২৯ সেপ্টেম্বর হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ সৌমেন্দুকে রক্ষাকবচ দেয়।
আজ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছে কাঁথি থানার পুলিশ।