প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত
চোখের সামনে নিজের গ্রাম জ্বলতে দেখেছেন। রাতের অন্ধকারে পাহাড়ের চড়াই-উতরাই বেয়ে পালিয়ে গিয়েছিলেন। লুকিয়ে ছিলেন আসাম রাইফেলসের ক্যাম্পে। সেখান থেকে শেষমেষ ত্রাণশিবিরে। ৩ মে এই পাহাড়ি চূড়াচাঁদপুর জেলা থেকেই জাতিসংঘর্ষের সূচনা। ইম্ফল, বিষ্ণুপুরের মতো উপত্যকার মেইতেই-প্রধান জেলাগুলো থেকে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন অসংখ্য কুকি পরিবার। তাঁদের ঠাঁই হয়েছে চূড়াচাঁদপুর বা মোরের মতো কুকি অধ্যুষিত জেলার ত্রাণশিবিরে। কবে গ্রামে ফিরতে পারবেন? আদৌ ফিরতে পারবেন তো?