প্রতিবেদন: প্রচেতা
আলিপুর আবহাওয়া দফতরের সূচনা অনুযায়ী, আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তার প্রভাব এ রাজ্যে পড়বে না বলেই দাবি আবহাওয়াবিদদের। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। কলকাতার তাপমাত্রাও স্বাভাবিক, শুষ্ক আবহাওয়ার কারণে খানিকটা শীতের আমেজ অনুভব করা যাচ্ছে শহরে। নামছে রাতের তাপমাত্রা। আগামী দু’দিনে শীতের মেজাজ আরও খানিকটা চড়ার সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। আন্দামানে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এখনই এ রাজ্যের আবহাওয়ায় কোনও বদল না আনলেও, ডিসেম্বরের শুরুতে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাও মনে করিয়ে দিচ্ছেন আবহাওয়াবিদেরা।