প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সৈকত
হিন্দুস্তান পার্ক, কলকাতার নতুন ‘সেলফি জ়োন’। সৌজন্যে স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল ২০২৪। শুরুটা যদিও হয়েছিল বছর চারেক আগে। সে বার তুলির টানে দক্ষিণ কলকাতার এই অভিজাত পাড়ার রাস্তা কার্যত রূপ নিয়েছিল রঙিন ক্যানভাসে। চলতি বছর ৭ জানুয়ারি সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তূর্য চৌধুরী। তবে ছবির জন্য রাস্তার বদলে বেছে নেওয়া হল দেওয়াল। জানলা, গ্যারেজ তো আছেই এমনকি বাদ গেল না কলতলাও! গ্রাফিত্তি, আলপনার সঙ্গে দেওয়ালের দখল নিল জ্যোতি বসু, নবনীতা দেবসেন এবং সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি। ঘটনাচক্রে এই তিনজনই কোনও না কোনও সময় এই পাড়ায় থেকেছেন। মূল আয়োজক তূর্য চৌধুরীর কথায়, “হল অফ ফেমের আইডিয়া থেকেই প্রখ্যাত ব্যক্তিত্বদের পোর্ট্রেট আঁকা হয়েছে।” প্রশান্ত, সোহম, সায়কের মতো শিল্পীরা হিন্দুস্তান পার্কের দেওয়ালে নিজেদের ভাবনা ফুটিয়ে তুলেছেন। নতুন বছরে তূর্যদের এই উদ্যোগে শহরতলির যুগলদের কাছে নিজস্বীর ‘নিউ ডেস্টিনেশন’ হয়ে উঠেছে হিন্দুস্তান পার্ক।