প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
মারণ রোগ ক্যানসার। যত সময় এগোচ্ছে, বদলাচ্ছে ধারণা। দিনে দিনে উন্নততর হচ্ছে চিকিৎসা পদ্ধতি। এ বারে রোগের সঙ্গে লড়াইয়ে হাতিয়ার মোবাইল অ্যাপ। ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবসে ওই নতুন অ্যাপটি প্রকাশ করল ভারতীয় ক্যানসার সোসাইটি। ‘রাইজ় এগেইনস্ট ক্যানসার’ নামের অ্যাপটি যে কোনও অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্যবহার করা যাবে। শুধু অ্যাপই নয়, ক্যানসার নিয়ে সাধারণের মনে ভয় কাটাতে ভরসা তথ্যচিত্রও। দেখানো হল ক্যানাসারজয়ীদের গল্প নিয়ে পদ্মপর্ণা মুখোপাধ্যায়ের তৈরি ছবি ‘লিভিং অন আ জেট’।