Chhath Puja 2023

ছটে সরোবর বাঁচাতে তৎপর পুরসভা, পরিবর্তে কৃত্রিম জলাশয়ের আয়োজন শহরে

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ বহু বছর। প্রতি বারের মতো এ বারেও বিকল্প জলাশয়ের ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ১৬:৫৮
Share:
Advertisement

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে বেশ কিছু বছর ধরেই রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ। তার পরেও অনেকে ব্যারিকেডের তোয়াক্কা না করে লেকে ছটপুজো দেওয়ার চেষ্টা করতেন। সমস্যা সমাধানে কয়েক বছর ধরে কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করে আসছে কলকাতা পুরসভা। এ বারেও ছটের বেশ কয়েক দিন আগে থেকেই কলকাতার বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে ১৫-১৬টি কৃত্রিম জলাধার। এ ছাড়াও, পুরসভার তরফ থেকে গঙ্গা এবং কয়েকটি প্রাকৃতিক পুকুর ছটের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পুজোর পর এই সমস্ত জলাশয় পরিষ্কার করার দায়িত্ব নেবে কলকাতা পৌরসভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement