Kolkata High Court

২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের নির্দেশ কলকাতা হাই কোর্টের

গত বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। নাবালিকার শারীরিক পরীক্ষার পরেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিচারপতি।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ১৮:৪৯
Share:
Advertisement

১১ বছরের মেয়ে। শারীরিক অসুবিধার কারণে চিকিৎসকের কাছে যেতেই পরিবারের মাথায় হাত। পরীক্ষার পর জানা যায় নাবালিকা অন্তঃসত্ত্বা! ইতিমধ্যে কেটে গিয়েছে ২৪ সপ্তাহ। মেয়ের গর্ভপাত করানোর অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাবা-মা। নাবালিকা কয়েক মাস আগে শারীরিক নির্যাতনের পাশাপাশি গণধর্ষনের শিকার হয় বলে অভিযোগ। সে কথাও অনেক পরে জানতে পারে পরিবার। এর পরে কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। গত বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। নাবালিকার শারীরিক পরীক্ষা করার পরেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিচারপতি। সোমবার, সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে নাবালিকার গর্ভপাত করানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের তরফে এসএসকেএম হাসপাতালকে গর্ভপাত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তমলুক হাসপাতালে পরিকাঠামো না থাকায় এসএসকেএম হাসপাতালে ওই নাবালিকাকে নিয়ে আসতে হবে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশ, যত দ্রুত সম্ভব ওই নাবালিকার গর্ভপাত করাবে এসএসকেএম হাসপাতাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement