Kolkata International Book Fair 2024

বইমেলায় ‘রাজনৈতিক বার্তা’, মমতার ভাবনায় সংবিধানে সাজল ‘জাগো বাংলা’

তৃণমূল মুখপত্রের স্টলে ওস্তাদ রাশিদ খানকে শ্রদ্ধা। মঞ্চেই মাইকেল মধূসূদন এবং নেতাজি জয়ন্তী পালন।

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বিধাননগর শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ২০:৪০
Share:
Advertisement

৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ‘জাগো বাংলা’র প্যাভিলিয়নে ‘রাজনৈতিক বার্তা’। কেন্দ্রীয় সরকারের সমালোচনায় একিধাকবার সংবিধান ধ্বংসের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই সংবিধানকে সামনে রেখেই স্টল তৈরি করল তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’। থিমের ভাবনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আর নেত্রীর এই ভাবনাকেই বাস্তবিক রূপ দিলেন সাংসদ দোলা সেন। তাঁর কথায়, “আমরা তো স্লোগান দিই সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও। এখন সংবিধানই সব থেকে বেশি আক্রান্ত। সংবিধান রক্ষা পেলেই আমরা রক্ষা পাব— এই ভাবনা থেকেই স্টলে গগনচুম্বী সংবিধান তৈরি করা হয়েছে।” বাংলা, হিন্দি এবং ইংরেজি— তিন ভাষায়ই ‘সংবিধান প্রস্তাবনা’ রয়েছে এ বারের ‘জাগো বাংলা’র স্টলে। আলাদা করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী ওস্তাদ রাশিদ খানকে। এমনকি মনীষীদের স্মরণে পালিত হচ্ছে একাধিক কর্মসূচিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement