যাঁরা চোখে দেখতে পান না, তাঁরা কী ভাবে বুঝবেন যে জিরাফের গলা ঠিক কতটা লম্বা? বা কোন খাঁচায় রয়েছে শিম্পাঞ্জিরা? দেশের প্রাচীনতম আলিপুর চিড়িয়াখানায় বসানো হয়েছে ব্রেল বোর্ড। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের মনোজ আর অর্পিতা, ঘুরে দেখল আলিপুর চিড়িয়াখানা। শব্দ দিয়েই ওরা অনুভব করল পশুপাখিদের। ছুঁয়ে দেখল এনক্লোজ়ারের সামনে বসানো ব্রেল কোডও। প্রতিটি ব্রেল বোর্ডেই লেখা রয়েছে পশুপাখিদের ওজন কত আর ওরা খায় কী!