প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
১৭ ফেব্রুয়ারি কলকাতা পুরসভায় বাজেট পেশ হয়েছিল। সেই বাজেটের উপরেই আলোচনা চলছিল সোমবারের অধিবেশনে। সেই অধিবেশনেই বিতর্ক। ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে একটি বিশেষ ধর্মের প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন, এই অভিযোগে অধিবেশন কক্ষের ভিতরেই বিক্ষোভ দেখান বিরোধীরা। অনন্যার বক্তব্য পুরসভার নথি থেকে বাদ দেওয়ার দাবি জানান তাঁরা। অনন্যার বক্তব্যের সমালোচনা ধেয়ে আসে শাসকদলের কাউন্সিলরদের একাংশের তরফ থেকেও। চেয়ারপার্সন মালা রায় জানান, সব পক্ষের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে পরে পুরসভা সূত্রে খবর পাওয়া গিয়েছে যে কাউন্সিলরের ভাষণের বিতর্কিত ওই অংশ রেকর্ড থেকে বাদই যাচ্ছে।