প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
১৫০ বছর পুরোনো বাজার ঐতিহ্যশালী হগ মার্কেট বা নিউ মার্কেট। প্রতি দিন বহু মানুষের আনাগোনা। অসংখ্য ছোটবড় দোকান, শপিং মল। অভিযোগ, গাড়ি রাখার সমস্যার জেরে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন নিউ মার্কেট ও তৎসংলগ্ন বিপণীগুলির থেকে। মুশকিল আসান করতে নিউ মার্কেটের মাটির তলায় তৈরি হয়েছিল বিরাট পার্কিং লট। সেটিও দীর্ঘ ৭ বছর ধরে বন্ধ। এ বার সেই ভূগর্ভস্থ পার্কিং লট ফের চালু করতে চলেছে কলকাতা পুরসভা। তৈরি হয়েছে একটি কমিটি। বিদ্যুৎ সংযোগ থেকে পরিকাঠামো— সব ব্যবস্থা খতিয়ে দেখেই মাস ছয়েকের মধ্যে চালু হবে পার্কিং লট, জানাচ্ছেন পুর কর্তৃপক্ষ। পুরসভার এই উদ্যোগে স্বাভাবিক ভাবেই খুশি নিউ মার্কেটের ব্যবসায়ী মহল।