প্রতিবেদন: প্রিয়ঙ্কর
একটা সময় তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অডিটোরিয়ামের চেয়ারে বসতেন। পর্দায় দেখানো হত ভাল বাংলা ছবি। ২০২২-এ সেই ছবিটাই বদলে গেল আমূল! তিনি মাইক হাতে মঞ্চে। পর্দায় তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘লক্ষ্মী ছেলে’। শুক্রবার তখন অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ। উপস্থিত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির কমবেশি ১৪০০ ছাত্র। মিশনের মহারাজদের আগ্রহে, উইনডোজ প্রযোজনা সংস্থার সৌজন্যে এ দিন কৌশিক পরিচালক থেকে ‘শিক্ষক’। নিজের ছবি দিয়েই শেখালেন কী করলে ‘লক্ষ্মী ছেলে’ হওয়া যায়।