প্রতিবেদন: তীর্থঙ্কর
গত বছর ইউনেসকোর আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের সম্মান পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তারই উদ্যাপনে ১ সেপ্টেম্বর কলকাতার রাজপথে আয়োজিত হয়েছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আজ ইউনেসকোর কনভেনশন ফর কালচারাল হেরিটেজের সচিব টিম কার্টিস ঘুরে গেলেন কুমোরটুলির মৃৎশিল্পীদের স্টুডিয়ো। ঘুরে দেখলেন প্রতিমা নির্মাণের কলাকৌশল। বাঙালির প্রাণের উৎসবের অগ্রিম শুভেচ্ছাও জানালেন কলকাতাবাসীকে।