Donkey Milk

কর্নাটকে গাধার খামার খুলে ইতিহাস গড়লেন শ্রীনিবাস

সংবাদ সংস্থা
কর্নাটক শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৫:০১
Share:
Advertisement

কর্নাটকের দক্ষিণ কন্নড় গ্রামে এক চিলতে জমিতে গাধার খামার খুলেছেন শ্রীনিবাস। ৪২ বছর বয়সি শ্রীনিবাস কাজ করতেন একটি সফটওয়্যার কোম্পানিতে। কিন্তু হঠাৎই সেই কাজ ছেড়ে দেন।অন্যদের থেকে আলাদা কিছু করার তাগিদে পশুপালন বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন শ্রীনিবাস। তারপর? গত ৮ জুন গাধার খামারের ‘উদ্বোধন’ করেছেন শ্রীনিবাস। তাঁর কথায়, ‘‘গাধাদের দুর্দশা দেখেই ঠিক করি ওদের নিয়ে খামার করব।’’ শ্রীনিবাসের পরিকল্পনা, প্যাকেটে করে বাড়ি বাড়ি গাধার দুধ বিক্রি করবেন। গাধার দুধের পুষ্টিগুণ না কি প্রচুর। কত দাম হবে গাধার দুধের? শ্রীনিবাস জানাচ্ছেন, ৩০ মিলিলিটার দুধের প্যাকেটের দাম রাখছেন ১৫০ টাকা। শপিং মল, রেস্টুরেন্ট, সুপার মার্কেটে গাধার দুধ দেবেন শ্রীনিবাস। গাধার দুধ থেকে প্রসাধনী তৈরির পরিকল্পনাও করেছেন তিনি। ইতিমধ্যে ১৭ লক্ষ টাকার বরাত পেয়ে গিয়েছেন শ্রীনিবাস। কিন্তু সব ছেড়ে কি না গাধার ব্যবসা? শ্রীনিবাসকে এই প্রশ্ন তুলে টিপ্পনী করেছিলেন বন্ধু-বান্ধব এবং পরিচিতরা। সেসব এখন অতীত। কর্নাটকে প্রথম গাধার খামার খুলে ইতিহাস গড়ে ফেলেছেন শ্রীনিবাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement