উত্তর কলকাতার টালা ব্রিজ ধরে কেউ যদি শ্যামবাজারের দিকে আসেন, তা হলে নজরে পড়বে ব্রিজের ঠিক নীচে এক সৈনিকের আবক্ষ মূর্তি। সেই ফলকে লেখা কণাদ ভট্টাচার্যের নাম। যিনি কার্গিল যুদ্ধে শহিদ হয়েছিলেন ১৯৯৯ সালে। প্রতি বছর কার্গিল দিবসের দিনে সেই আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন অনেকে। এই এলাকাতেই ছোটবেলা থেকে বড় হয়েছিলেন কণাদ। এখানেই ছিল তাঁর মামাবাড়ি। মামাবাড়ি আর নেই, বিক্রি হয়ে গিয়েছে।। কিন্তু সেই বাড়িটি আজও একই রকম ভাবে রেখে দিয়েছেন বাড়ির বর্তমান মালিক, কণাদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে।