প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম
একান্ন সতীপীঠের একটি কলকাতার কালীঘাট মন্দির। প্রাচীন এই মন্দির সংস্কারে হাত লাগিয়েছে রিলায়েন্স গোষ্ঠী। মন্দিরের তামার চূড়ার বদলে বসানো হয়েছে তিনটি সোনার চূড়া, খরচ হয়েছে পাঁচ কোটি টাকা। মূল মন্দির রিলায়েন্স গোষ্ঠী সংস্কার করলেও, মন্দিরের বাইরের অংশ সংস্কারের দায়িত্ব নিজের হাতেই রেখেছে কলকাতা পুরসভা। মার্চ মাসের মধ্যেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা, জানাচ্ছেন মন্দির কর্তৃপক্ষ। তবে এর মধ্যেই শুরু হয়েছে বিতর্ক। মন্দির চত্বরের কুণ্ডপুকুরে ওয়াটার পিউরিফায়ার নিয়ে আপত্তি জানাচ্ছেন স্থানীয়দের একাংশ।