দশ দিন ধরে অনশন চলছে। এর মধ্যেই শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন অনশনকারী চার জন জুনিয়র চিকিৎসক। যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের নানা লক্ষণ কোন কোন শারীরিক সমস্যার ইঙ্গিত দিচ্ছে? শরীরে কিটোনের মাত্রা বেড়ে যাওয়া মানে কী? এ ভাবে অনশন করার ঝুঁকি কোথায়? সিনিয় চিকিৎসকেরা জানাচ্ছেন, এর দীর্ঘমেয়াদি কুফল পড়তে পারে অনশনকারীদের শরীরে, যা এখনই বোঝা যাবে না।