জুনিয়র ডাক্তারদের হুমকির রাজনীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ ৫১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছিলেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্ন-বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেছিলেন। ঘটনাচক্রে এর পরের দিনই কলকাতা হাই কোর্ট আরজি করের ওই সিদ্ধান্ত স্থগিত করে দেয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ ফ্রন্ট-এর গণ কনভেনশনের দিনেই পাল্টা সংগঠন হিসাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করে। এই নতুন সংগঠনে হুমকির রাজনীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আরজি কর থেকে সাসপেন্ড ও বহিষ্কৃত হওয়া ৫১ জনের অনেককেই দেখা যায়। ওই সংগঠন নিয়ে যেমন জুনিয়র ডক্টর্স’ ফ্রন্ট প্রশ্ন তুলছে, তেমনই তাদের সংগঠন নিয়েও পাল্টা প্রশ্ন তোলে শাসকদল তৃণমূলের একাংশ।