প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ চৌধুরী এই প্রথম মুখ খুললেন। প্রিজ়ন ভ্যানে বসে সৌরভ দাবি করলেন, ‘‘ মিথ্যে অভিযোগ। কোনও র্যাগিং হয়নি। বারান্দা থেকে ঝাঁপ দিয়েছে ওই ছাত্র। এটুকুই আমাদের চোখের সামনে ঘটেছে। জিবি কী কারণে হয়েছে, আমি জানি না।’’ যাদবপুরকাণ্ডে তদন্তে নেমে প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে এ পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁদের মধ্যে ১২ জন যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত। শনিবার আরও এক প্রাক্তনী জয়দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন হস্টেলের গেটে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ওই প্রাক্তনীকে। আজ জয়দীপকে আলিপুর আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।