প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: অসীম
গান্ধী মূর্তির পাদদেশে ৯৯৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। এদিন গণ আদালতে গণ রায় কর্মসূচির আয়োজন করেন তাঁরা। এই কর্মসূচিতে যোগ দিতে দেখা যায় বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, শিক্ষাবিদ মীরাতুন নাহার, কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল, টুম্পা কয়াল-সহ অনেককে। কর্মসূচি চলাকালীন হঠাৎ দক্ষিণ ২৪ পরগণা জেলার ২০০৯ সালের প্রাইমারি চাকরিপ্রার্থীরা আসেন। এসএসসির ধর্নামঞ্চের পেছন দিকে তাঁরাও অবস্থান বিক্ষোভে বসেন। গান্ধী মূর্তির পাদদেশে দুটি আলাদা ধর্নামঞ্চ, দাবি একটাই, চাকরি। যদিও কলকাতা পুলিশের তরফে প্রাইমারি চাকরিপ্রার্থীদের অনুমতি না থাকায় তাঁদের উঠে যেতে বলা হয়। এরপরেই শুরু হয় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।