প্রতিবেদন: সুদীপ্তা
“কোজাগরী পূর্ণিমায় যখন সবার আঁধার কাটে, অভুক্ত সন্তান মা-গো তোমার বসেছে রাজপথে।” পাঁচালি গানের সুরে চাকরিতে বঞ্চনা, দুর্নীতির গল্প। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চ। চাকরিপ্রার্থীদের মধ্যেই এক জন সেজেছেন লক্ষ্মী। তাঁকে ঘিরে পোস্টার হাতে বাকিরা। চলছে উলুধ্বনি, বাজছে শাঁখ, কাঁসর-ঘণ্টা। প্রতিবাদ জারি রয়েছে।