বাংলাদেশে নিষিদ্ধ হল ইসলামি রাজনৈতিক সংগঠন জামাত-ই-ইসলামি। একই সঙ্গে গোটা দেশে নিষিদ্ধ করা হল ইসলামি ছাত্র শিবিরকেও। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র বিক্ষোভের আবহেই সর্বদলীয় বৈঠক ডেকে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিল শেখ হাসিনার সরকার। নির্বাচনে অংশগ্রহণের অধিকার আগেই হারিয়েছিল, এ বার রাজনৈতিক দলের পরিচিতিও হারাল জামাত-ই-ইসলামি। কেন এই সিদ্ধান্ত নিল বাংলাদেশের শাসক দল? জানুন নেপথ্য সত্য।