জেলে বসে পড়াশোনা করে প্রবেশিকা পরীক্ষায় প্রথম হওয়া মাওবাদী নেতা অর্ণব দামের পাশে দাঁড়ালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। যে কুণাল একদা প্রেসিডেন্সি জেলে ছিলেন অর্ণবেরই প্রতিবেশী। কুণাল জানিয়েছেন, অর্ণব যাতে পিএইচডি করতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি করছেন। কুণাল জানিয়েছেন, বৃহস্পতিবার অর্ণবের ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কারামন্ত্রী অখিল গিরি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ তনভির নাসরিন এবং হুগলি সংশোধনাগারের জেলার আশিস বণিকের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রত্যেকেই সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। কিন্তু কুণালের দাবি, সমস্যা তৈরি করছেন উপাচার্যই।