৪৬ বছর পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডার। পুরীর জগন্নাথ মন্দিরের এই রত্নভান্ডার দুই কক্ষে বিভক্ত। একটি বাইরের এবং আরেকটি ভিতরের। বহির্ভান্ডারের যাবতীয় জিনিস অস্থায়ী জায়গায় স্থানান্তরিত হয়েছে। আর ভিতর ভান্ডারের তালা ভেঙে রত্ন রহস্য উদ্ধার হলেও সেখান থেকে একটি জিনিসও সরানো হয়নি। বরং নতুন তালা লাগিয়ে সেটা সিল করে আবার কোষাগারে চাবি দিয়ে দেওয়া হয়েছে। কী কী আছে এই রত্ন ভান্ডারে?