সাফল্য দিয়ে ২০২৪ শুরু করল ভারতের মহাকাশ সংস্থা ইসরো। ১ জানুয়ারি সকালে সফল উৎক্ষেপণ হল ভারতের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট ‘এক্সপোস্যাট’-এর। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের খোঁজ করবে ওই কৃত্রিম উপগ্রহ। আপাতত পৃথিবী থেকে ৬৫০ কিলোমিটার দূরের কক্ষপথে অবস্থান করছে ‘এক্সপোস্যাট’। কৃষ্ণগহ্বরের অনুসন্ধান চালানোর পাশাপাশি মহাকাশের ৫০টি উজ্জ্বলতম শক্তির উৎস এবং নিউট্রন স্টারগুলির সম্পর্কেও তথ্য সংগ্রহ করবে ওই স্যাটেলাইট।