গাজ়ায় ‘ভয়ঙ্কর যুদ্ধে’র হুঙ্কার দিয়েছিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, হামাস পণবন্দিদের মুক্তি না দিলে আরও গাজ়ার আরও বেশি অঞ্চল দখল করে নেবে ইহুদি সেনা। ১৮ মার্চ শুরু। তার পর থেকে ক্রমেই আক্রমণের ঝাঁজ বাড়ায় ইজ়রায়েলি বায়ু ও স্থলসেনা। একটা বিস্তীর্ণ অঞ্চল খালি করার নির্দেশ দেওয়া হয়। রমজানের মাঝেই ঘর ছেড়ে পালাচ্ছেন প্যালেস্টাইনিরা। গাজ়ার ভবিষ্যৎ কী?