গাজ়ায় ইজ়রায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে হেগ শহরের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই মামলার শুনানি হয়ে গেল ১১ ও ১২ জানুয়ারি। ১১ তারিখ দক্ষিণ আফ্রিকার সওয়ালের পর ১২ জানুয়ারি তার জবাব দেন ইজ়রায়েলের প্রতিনিধিরা। নেতানিয়াহুর দেশের মূল যুক্তি, হামাসের হামলার প্রেক্ষিতে আত্মরক্ষার অধিকার ইজ়রায়েলের রয়েছে। আরও এক ধাপ এগিয়ে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ এনেছে জেরুসালেম।