Israel Hamas War

‘হামাসের সঙ্গে যোগসাজশ আছে দক্ষিণ আফ্রিকার’, আন্তর্জাতিক আদালতে দাবি ইজ়রায়েলের

হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতে ইজ়রায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছিল দক্ষিণ আফ্রিকা। ১১ ও ১২ জানুয়ারি তার শুনানি হল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ০৯:৩০
Share:
Advertisement

গাজ়ায় ইজ়রায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে হেগ শহরের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই মামলার শুনানি হয়ে গেল ১১ ও ১২ জানুয়ারি। ১১ তারিখ দক্ষিণ আফ্রিকার সওয়ালের পর ১২ জানুয়ারি তার জবাব দেন ইজ়রায়েলের প্রতিনিধিরা। নেতানিয়াহুর দেশের মূল যুক্তি, হামাসের হামলার প্রেক্ষিতে আত্মরক্ষার অধিকার ইজ়রায়েলের রয়েছে। আরও এক ধাপ এগিয়ে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ এনেছে জেরুসালেম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement