হিজাব পরতে অস্বীকার করেছিলেন ২২ বছরের তরুণী। অতঃপর নীতিপুলিশের হাতে গ্রেফতার ও হেফাজতেই মৃত্যু। মাহসা আমিনির মৃত্যুর পরে কেটে গিয়েছে এক বছর। নাগরিকদের পরিধান নিয়ন্ত্রণে নতুন আইন আনল ইরান সরকার। এই আইন অনুযায়ী, ‘বেমানান’ পোশাক পরলে ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। বুধবার সংসদে ১৫২-৩৪ ভোটে পাশ হল ‘হিজাব ও পবিত্রতা (চেস্টিটি) আইন’। ঘটনাচক্রে, যে দিন ইরান সংসদ এই বিলে অনুমোদন দিল তার চার দিন আগেই ছিল মাহসা আমিনির প্রথম মৃত্যুবার্ষিকী। নয়া এই আইনের কড়া সমালোচনা করেছে রাষ্ট্রপুঞ্জ এবং ইরানের মানবাধিকার কর্মীরা।